এইগুলা collaborative অণুকাব্য। এক লাইন আমার লেখা তো আরেকটা মিশুক এর। এইভাবেই দাঁড় করানো।
১.
রাতের শহরে সোনালী বিকেল
লম্বা হয়ে আসা টবের ছায়া
খুঁজছি আমি হারানো নিজেকে
এই আরকি, ঠিকাছে ভায়া?
২.
১.
রাতের শহরে সোনালী বিকেল
লম্বা হয়ে আসা টবের ছায়া
খুঁজছি আমি হারানো নিজেকে
এই আরকি, ঠিকাছে ভায়া?
২.
ইচিক দানা বিচিক দানা
আমার দুলাভাই তোমার নানা
হাসবি না, হাসতে তোদের মানা।
৩.
আমার দুলাভাই তোমার নানা
হাসবি না, হাসতে তোদের মানা।
৩.
ইচ্ছে করে
বাতাসে মিলাতে
শব্দে হারাতে
রঙে ডুবতে
পানিতে আঁকতে
শুন্যে ভাসতে
সময়ে পিঁছাতে
নিজেকে হারাতে
স্মৃতি ভুলতে
অনেক ঘুমাতে।
৩ আগস্ট ২০১৩
বাতাসে মিলাতে
শব্দে হারাতে
রঙে ডুবতে
পানিতে আঁকতে
শুন্যে ভাসতে
সময়ে পিঁছাতে
নিজেকে হারাতে
স্মৃতি ভুলতে
অনেক ঘুমাতে।
৩ আগস্ট ২০১৩