পরের বার ঠিক করেছি,
আমি একটা গাছ হবো।
তোমায় একটু ছায়া দেবো, আলো দেবো,
আলতো বৃষ্টির ছোঁয়া দেবো।
তোমার পায়ের মাটিটাকে আঁকড়ে রেখে,
পথটা খানিক সামলে নেব।
তুমিও কি গাছ হবে?
আমার সাথে রোদে পুরে,
বৃষ্টির খোঁজে,
মাথা কুটবে?
নাহয় তুমি পাখি হলে?
আমার গল্প, সব বাগানে,
ছড়িয়ে দিলে?
আমার ডালেই, ঘর বাঁধলে?
পরের বার আমি ঠিক-ই জানি,
আমি একটা গাছ হবো।
একটু আলো, একটু আঁধার,
তোমার সাথে, ভাগ করব।
রাদী
২৭ জুন ২০২২
আমি একটা গাছ হবো।
তোমায় একটু ছায়া দেবো, আলো দেবো,
আলতো বৃষ্টির ছোঁয়া দেবো।
তোমার পায়ের মাটিটাকে আঁকড়ে রেখে,
পথটা খানিক সামলে নেব।
তুমিও কি গাছ হবে?
আমার সাথে রোদে পুরে,
বৃষ্টির খোঁজে,
মাথা কুটবে?
নাহয় তুমি পাখি হলে?
আমার গল্প, সব বাগানে,
ছড়িয়ে দিলে?
আমার ডালেই, ঘর বাঁধলে?
পরের বার আমি ঠিক-ই জানি,
আমি একটা গাছ হবো।
একটু আলো, একটু আঁধার,
তোমার সাথে, ভাগ করব।
রাদী
২৭ জুন ২০২২