হয়তো ভাবছ আমি এমন কেন
হয়তো ভাবছ কেন আবার,
হয়তো ভাবছ কবে বদলাব আমি
বলি সময় হয়নি বদলাবার।
হয়তো বলবে আমি অদ্ভুত খুব
হয়তো বলবে দিতে সামাল,
হয়তো বলবে কেউ সহজ হতে
বলি সময় হয়নি বদলাবার।
হয়তো তুমি হচ্ছ অবাক
মিলছেনা হিসেব কিছুই,
হয়তো তুমি আজ হতাশ আবার
বলি এত সবে দেখছ শুরুই।
ক্ষুদ্র চেষ্টা মোর ক্ষুদ্র ত্যাগ
তাতেই কি এত বিস্ময়?
এতো সবে চমকের শুরু দেখছ
বলি দেখ আরও কত কিছু হয়।
আমার চোখে আজ মহাবিশ্ব
ছারিয়ে যাবে এই জয়,
তোমার চোখে শুধু ঝামেলা,
বলি দেখ আরও কত কিছু হয়।
হয়তো হবেনা দেখা বিজয় আমার
ভুলে যাবে তুমিও আমায়
সত্যটা রয়ে যাবে অদ্ভুত তাও,
দেই বিজয়ের ডাক তোমায়।
হয়তো ভাবছ কেন আবার,
হয়তো ভাবছ কবে বদলাব আমি
বলি সময় হয়নি বদলাবার।
হয়তো বলবে আমি অদ্ভুত খুব
হয়তো বলবে দিতে সামাল,
হয়তো বলবে কেউ সহজ হতে
বলি সময় হয়নি বদলাবার।
হয়তো তুমি হচ্ছ অবাক
মিলছেনা হিসেব কিছুই,
হয়তো তুমি আজ হতাশ আবার
বলি এত সবে দেখছ শুরুই।
ক্ষুদ্র চেষ্টা মোর ক্ষুদ্র ত্যাগ
তাতেই কি এত বিস্ময়?
এতো সবে চমকের শুরু দেখছ
বলি দেখ আরও কত কিছু হয়।
আমার চোখে আজ মহাবিশ্ব
ছারিয়ে যাবে এই জয়,
তোমার চোখে শুধু ঝামেলা,
বলি দেখ আরও কত কিছু হয়।
হয়তো হবেনা দেখা বিজয় আমার
ভুলে যাবে তুমিও আমায়
সত্যটা রয়ে যাবে অদ্ভুত তাও,
দেই বিজয়ের ডাক তোমায়।