আকাশ তোমায় বলছি আমি শোন,
পৃথিবীতে তোমার দোকান একটা খোল।
স্বর্গ তোমার কাছে আমার দাবি,
এই রাজপথে দাও তোমার ঘরের চাবি।
মানুষগুলো স্বপ্ন নিয়েই বাঁচে—
সেই স্বপ্নটা যখন ভেঙ্গে যায়,
তোমাতেও বিশ্বাসে ফাটল ধরে—
তোমার দেখা আমি পেতে চাই।
স্বর্গ-নরক সবই যেন একই লাগে
একাকী প্রশ্ন করি,
কী করছি, লাভটা কী, কার কী ক্ষতি,
নিজের থেকেই বিশ্বাসে হারাই।
আকাশ তোমায় বলি আবার শোন,
তোমার দোকানটাতে সুখের বাতাস এনো।
স্বর্গ তোমার কাছে আমি বলি,
রাজপথ চায় তোমার রঙ্গিন তুলি।
নরক তোমায় বলছি আমি শেষে,
তোমার পানেই কি আসছি স্বপ্নাবেশে?
(২৩/১০/২০০৫ তারিখে লেখা।)
পৃথিবীতে তোমার দোকান একটা খোল।
স্বর্গ তোমার কাছে আমার দাবি,
এই রাজপথে দাও তোমার ঘরের চাবি।
মানুষগুলো স্বপ্ন নিয়েই বাঁচে—
সেই স্বপ্নটা যখন ভেঙ্গে যায়,
তোমাতেও বিশ্বাসে ফাটল ধরে—
তোমার দেখা আমি পেতে চাই।
স্বর্গ-নরক সবই যেন একই লাগে
একাকী প্রশ্ন করি,
কী করছি, লাভটা কী, কার কী ক্ষতি,
নিজের থেকেই বিশ্বাসে হারাই।
আকাশ তোমায় বলি আবার শোন,
তোমার দোকানটাতে সুখের বাতাস এনো।
স্বর্গ তোমার কাছে আমি বলি,
রাজপথ চায় তোমার রঙ্গিন তুলি।
নরক তোমায় বলছি আমি শেষে,
তোমার পানেই কি আসছি স্বপ্নাবেশে?
(২৩/১০/২০০৫ তারিখে লেখা।)