অপ্রকাশিত ভাষা

Dear love,

আমাদের ভাষার একটা বড় অংশ হচ্ছে না বলা ভাষা। ভালো হোক আর খারাপ হোক, অনেক দরকারী কথা — আমরা কিন্তু না বলেই, বা অন্য কিছু বলেই — বুঝাই।

আমরা বলিনা এক্সকিউজ মি, না বলে পাশে এসে ইশারা দেই, বা বলি “একটু দেখি?”

বলিনা ভালোবাসি, বলি “বাসায় পৌঁছে টেক্সট দিও”।

কেউ বলেনা “আই অ্যাম ডিসাপয়েন্টেড ”, একটা দীর্ঘশ্বাস শুনে বুঝে নিতে হয়। আমাদের একটা চাহুনি, একটা মলিন হাসিতে থাকে অনেক গল্প কথা।

সব যদি ভেঙে বলে বুঝিয়ে দিতে হয়, তাতে হয়তো অনেক অর্থ আরও হারিয়ে যায়। অনেকটা কৌতুক বলে পরে পাঞ্চ-লাইন বুঝিয়ে দেয়ার মতো।

If I say “I love you", it means nothing much; I have said it too many times to too many dead ends for it to have any meaning left.

But I love you through my actions, my time, and the space that you occupy in my head.

তাই এই ভাষার দিনে, সবার আগে আমরা যে না বলা ভাষায় কথা বলি, সেটাও একটু খেয়াল করে পড়ে দেখো? আশপাশের মানুষগুলোর প্রতি মুহুর্তের চিন্তা, বিরক্তি, শান্তি, একটু আমলে নিও? সব কিছু মুখে বলার জন্য বসে থেকো না।

রাদী
ঢাকা
ফেব্রুয়ারী ২০২৩