বিদায় বেলায়

চেনা পরিচিতি, সবই হবে ইতি
উন্মাদনার ঘাটে, স্মৃতি পরে থাকে |

অনামিকায় চক্রভার, শুকতারাটা মৃত্যুছাড়
ঝাপসা মানুষের ঝাপসা বিলাপ |

লতানো পরগাছা যেন, ছেয়ে ফেলে সব,
বৃহত অট্টালিকায় নেই কলরব
ছায়াকেও ছেয়ে ফেলে - স্মৃতির অপলাপ |

মাদকতার চক্রভার, মুখখানি বিস্মৃত তার
রাতের শুরু আর, মুখখানি ফিরে আবার |
জীবন কি হতে পারে না, আগে যা ছিল তা?
শুধু শুনে যাও আমার এই গানের কথা |

ছাই থেকে ছাই,
ধুলো থেকে ধুলো
শুরু থেকে শেষ, আর
শেষ থেকে শুরু |

চেনা পরিচিতি, সবই হবে ইতি
উন্মাদনার হাটে, ধ্বংস আজ ডাকে |

আমরা যাব না,
সরে যা, চলে যা,
ধ্বংস জড়তা!

ছাই থেকে ছাই,
ধুলো থেকে ধুলো
শুরু থেকে শেষ, আর
শেষ থেকে শুরু ||


14, 15 July 2005

Note: this was written a long time ago, nothing special, I just thought that I should upload it. It draws inspiration from an English song.